ঋণ মুক্তির দোয়াসমূহ

যে দোয়া পড়লে পাহাড় পরিমাণ ঋণও শোধ হয় 

ঋণ মুক্তির দোয়াসমূহ: 

ঋণ থেকে মুক্তির জন্য কী আমল করবেন জেনে নিন:


আর্থিক দুরবস্থায় ঋণ সাধ্যের বাইরে ঋণ দেওয়া-নেওয়া দুটিই ইসলাম নিষেধ করেছে ঋণ অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশতবে মাত্রাতিরিক্ত ঋণের বোঝা বহন করা অনুচিত 

রিজিকের ব্যবস্থা করেন মহান আল্লাহ তাআলা। এ ঋণকখনো কখনো রিজিকে আসে নগদ অর্থপণ্যের মাধ্যমে 

হজরত আলী (রা.) এর শিক্ষা অনুযায়ী, ইসলামে ঋণ মুক্তির পদ্ধতি সহজ আমল নবীজি (দ:)- দুআ জানুন, শিখুন ও  নিজ জীবনে প্রয়োগ করুনআর্থিক সংকটে আল্লাহর প্রতি আস্থা রাখুন 

 

১। সহীহ বুখারী শরীফ (তাওহীদ পাবলিকেশন) হাদিস নং ২৩৯৭ 

 ‘‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিততিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই বলে দু‘আ করতেন, হে আল্লাহ! আমি তোমার কাছে গুনাহ এবং ঋণ হতে পানাহ চাচ্ছি।’’ 

দোয়া নং 

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ   

উচ্চারণ : ‘‘আল্লাহুম্মা ইন্নি আয়ুযুবিকা মিনাল মা’চমে ওয়াল মাগরমে।’’

 

২। তিরমিজি শরীফ হাদিস নং : ৩৫৬৩, 

বাংলা অর্থ:‘হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করোআর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।’ 

দোয়া নং 

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاك

উচ্চারণ:  আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকাআন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকাআম্মান সিওয়া-ক। 

 

সহীহ বুখারী শরীফ (তাওহীদ পাবলিকেশন) হাদিস নং নং- ২৮৯৩.  

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আবূ ত্বলহাকে বলেন, তোমাদের ছেলেদের মধ্য থেকে একটি ছেলে খুঁজে আন, যে আমার খেদমত করতে পারেএমনকি তাকে আমি খায়বারেও নিয়ে যেতে পারিঅতঃপর আবূ ত্বলহা (রাঃ) আমাকে তার সাওয়ারীর পেছনে বসিয়ে নিয়ে চললেনআমি তখন প্রায় সাবালকআমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর খেদমত করতে লাগলামতিনি যখন অবতরণ করতেন, তখন প্রায়ই তাকে এই দু‘আ পড়তে শুনতামঃ ‘‘হে আল্লাহ! আমি দুশ্চিন্তাপেরেশানী থেকে, অক্ষমতাঅলসতা থেকে, কৃপণতাভীরুতা থেকে, ঋণভারলোকজনের প্রাধান্য থেকে আপনার নিকট পানাহ চাচ্ছি।” 

দোয়া নং 

اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ 

বাংলা উচ্চারণ: 

‘‘আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।’’

 রাসুল (সা.) দ্রুত ঋণ পরিশোধের নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি 

 আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধের তাওফিক দান করুনহাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুনঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসেবে কবুল করুনআমিন 

১টি মুনাজাত: সুনান ইবনু মাজাহ হাদিস নং-৯২৫। উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে সালাম ফিরিয়ে বলতেনঃ

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رِزْقًا طَيِّبًا , وَ عِلْمًا نَافِعًا , وَ عَمَلاً مُتَقَبَّلاً

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিযক্বান ত্বইয়িবান, ওয়া ইলমান নাফি’আন, ওয়া আ’মালাম-মুতাক্বাব্বালা।

অর্থঃ হে আল্লাহ্‌ ! আমাকে পবিত্র রুজি দান করুন, উপকারী এলেম দান করুন ও আমলসমূহ কবুল করুন।

 আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন